Piles or Haemorrhoids
অর্শ-পাইলস-(Piles or Haemorroids): মলদ্বারের বাইরে বা ভিতরের চারিদিকের শিরাগুলি যদি কোনো কারণ বশত ফুলে উঠে এবং প্রসারিত হয় এবং তা মটর দানার মতো হয় তবে এটাকে অর্শ বলে। এই স্ফীত এবং প্রসারিত শিরাগুলিকে বলি বলে। মলদ্বারের ভিতরে এবং বাহিরে শিরা স্ফীত, চর্ম শক্ত এবং কুন্চিত হয়ে ছোট ছোট বলি উৎপন্ন হয়। অর্শ সাধারণত ২ প্রকারের হয়ে থাকে। ভিতরের এবং বাহিরের। মলদ্বারের বাহিরে মাংসপিন্ড দেখা যায় এটাকে বহির বলি বা অর্শ বলে আর ভিতরে যেটা সেটা দেখা যায় না। সেটা কলোনোস্কপির মাধ্যমে জানা যায়। কারণঃ বিভিন্ন কারনে অর্শ বা পাইলস দেখা দিতে পারে। ১) কোষ্ঠকাঠিন্য থাকলে অতিরিক্ত কোথ দিয়ে পায়খানার করার কারণে। ২)উত্তেজক, উগ্র জাতীয় ঔষধ সেবন এবং তীব্র রেচক ঔষধ সেবন। ৩) সর্বদা বসে কাজ করার কারণে, উগ্র মসলাযুক্ত খাবার গ্রহণ। ৪)যকৃতে রক্তাধিক্য বা লিভার সিরোসিস রোগ। ৫)অজির্ণ রোগ এবং পরিপাকতন্ত্রের গোলয়োগের কারনে। ৬)পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর চাপ। ৭)পুরাতন আমাশয়, পুরাতন উদরাময় বা দীর্ঘদিন পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত। ৮) বংশগত রোগ বা পিতামাতার এই রোগ থাকলে সন্তানদের মধ্যে দেখা দিতে পারে। অর্শ রোগের লক্ষণ কি? পা...