Spermtorrehea
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
পুরুষের এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। সেটা হলো ধাতুদৌর্বল্য যাকে Spermatorrehoea বলে।
অনৈচ্ছিক বীর্য পাতের ফলে ধাতুদৌর্বল্য প্রকাশ পায়। স্বপ্নদোষ বা কাম উদ্দিপনা ছাড়াই বারবার বীর্যস্খলন হতে থাকে। এটা নিজে কোন রোগ নয় বরং অন্য কোনো রোগের লক্ষণ।
যেীবন কালে অস্বাভাবিক উপায়ে শুক্র ক্ষয় হলে এই রোগ সৃষ্টি হয় বা হস্ত মৈথুন এবং অতিরিক্ত স্ত্রী মেলামেশা করলে এটা দেখা দেয়। কোষ্ঠকাঠিন্য, অর্শ, ক্রিমি রোগ থাকলে এইরোগ হতে পারে। অনেক সময় ধ্বজভঙ্গ, সিফিলিস , গনোরিয়া ইত্যাদি রোগের লক্ষণ স্বরুপ ইহা দেখা দিতে পারে। যারা সাধারনত বেশি পরিমানে যেীন মিলন করে , অতিরিক্ত শুক্র ক্ষয় করে তাদের শুক্র থলিতে বেশি জমা থাকে না। ইহার ফলে তাদের শুক্র নির্গত হলে দেখা যায় তাদের শুক্রের ঘনত্ব কম এবং তা বেশ তরল।
এই রোগ দেখা দিলে রোগীর শুক্রপাত বেশি হওয়ার কারনে দৈহিক ও মানসিক দুর্বলতা বৃদ্ধি পায় । মাথা ঘোরে, বুক ধড় ফড় করে। রোগী সর্বদাই অস্থির বোধ করে। বসা থেকে উঠলে মাথা ঘোরে এবং চোখে ঝাপসা দেখে, ক্ষুধাহীনতার ভাব দেখা দেখা যায়। পায়খানা -প্রসাব করার সময় পাতলা পাানির মত রস ঝরতে থাকে। সামান্য উত্তেজনায় শুক্রপাত হয়, পুুরুষাঙ্গের দুর্বলতা দেখা দেয়, চোখের চারিদিকে কালিমা পড়ে, অকাল বার্ধক্যৈ দেখা দেয়।
এই উপসর্গযুক্ত লোকদের স্ত্রীরা অনেক সময় মানসিক অশান্তিতে ও হতাশায় ভোগে এবং সংসারে অশাান্তি তৈরি হয়।
তাদের জন্য সুখবর হলো হোমিওপ্যাথিতে ভালো মানের চিকিৎকসা আছে। তাই কেউ যদি এই সমস্যায় ভোগেন আপনি আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎকসরের নিকট যোগা যোগ করে আপনার সমস্যা বিস্তারিত বলে চিকিৎকসা নিন। সুস্থ হবেন ইনশাল্লাহ।
Like
Comment
Share
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
Thanks a lot
উত্তরমুছুন