Mental State of Homeopathic Medicine

 

দীর্ঘ পাঁচ বছরের ব্যথায় ককুলাসঃ
ককুলাসকে আমরা সাধারনত গাড়িতে চড়লে মাথা ঘোরা, বমি; রাত্রি জাগরন থেকে রোগ, দীর্ঘ রাত জেগে রোগীর পরিচর্যা করে অসুস্থ্য হয়ে পড়া ইত্যাদি ক্ষেত্রে ব্যাবহার করে থাকি ক্লিনিক্যালি এটি মাথাঘোরা প্যারালাইসিসে বেশি ব্যাবহৃত হয়এর প্যারালাইসিসের একটি বিশেষত্ব হচ্ছে আক্রান্ত অঙ্গ প্রাসারিত হয়ে থাকে কিন্তু ভাঁজ করতে গেলেই ব্যথা হয় 
কিন্তু ককুলাসের আর একটি দিক যা আমরা সচরাচর ব্যাবহার করিনা তা হল সে বেশ নরম সরম প্রকৃতির, সব পরিস্থিতিকে মেনে নেয়ার সহজ স্বভাব, সেবাপরায়ন নিজের কস্ট হলেও অন্যের সুবিধার জন্য তা মেনে নেয় এক কথায় বলতে গেলে সে বাস্তবতাটাকে বুঝতে পেরে সহজেই মেনে নেয় যদিও তার মানার মত না কিন্তু সে কোন অভিযোগ করেনা
যেমন একটি কেস বলি-- 
একজন রোগিনী বছর যাবৎ অসুস্থ্য তার মাজা ব্যথা তাকে জিজ্ঞেস করলাম আপনি পূর্বে কি চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন তিনি বল্লন পাঁচ বছর পূর্বে ডাক্তার দেখিয়েছিলাম তিনি বলেছিলেন ব্যথা একবারে কখনোই যাবেনা কিছু ওষুধ তিনি দিয়েছিলেন ওগুলো খেয়েছিলাম এরপর থেকে আর কোন ডাক্তারের কাছে যাইনি আমি জানতে চাইলাম কেন? তার ভাস্যমতে,"ভালোই যেহেতু হবেনা তো আর ডাক্তার দেখিয়ে লাভ কি মেয়ে আমাকে ব্যাথায় কাতরাতে দেখে তাই নিয়ে এসেছে ব্যথা যখন বাড়ে গরম সেক দিয়ে কমিয়ে রাখি"
তাকে ককুলাস ৩০ একডোজ দেয়ার পর তার ব্যথা কমে এল
বিশ্লেষণঃ সে যখন তার চিকিৎসকের কাছে জানলো এটি আর ভালো হবেনা সে সেটাকেই মেনে নিলো সেটাকেই সে বাস্তবতা বলে মেনে নিল সে আর এনিয়ে কোন চেস্টা করেনি রুব্রিক- Recognise everything move but can not catalepsy in অর্থাৎ একজন ব্যাক্তি catalepsy অবস্থায় তাকে মুহুর্তে যে ব্যাবস্হ্যা নিতে হবে জানা বা বোঝার পরও তার পক্ষাঘাতিক অবস্থায় নড়াচড়া করার কোন শক্তি না থাকার জন্য যেমন কিছুই করতে পারেনা তাকে বাস্তবতা মেনে নিতে হয় ঠিক সেইরকম একটি অনুভুতি যে রুব্রিকটিকে এভাবেও বলা যায়- Recognise the reality and accept it(according to Dr ML Sehgal)
তার ইচ্ছা নেই যে আর কোন ডাক্তার দেখাবে কিন্তু তার মেয়ের ইচ্ছায় এসেছে - Yielding disposition 
সে খুব নম্র স্বভাবের- Mildness
রুব্রিকগুলো একত্র করলে হয় ককুলাস ইন্ডিকা

Calcarea Carbonica

যেখানে সংসার ভেঙ্গে যাবার উপক্রম হয়েছিল সেখানে নাকি -১০ মিঃহোমিওপ্যাথির আশীর্বাদ দেখুন সিঙ্গেল রিমেডিসিঙ্গেল ডোজঃ
রোগী নববিবাহিত। তার স্ত্রীর সাথে মনোমালিন্য লেগেই আছে। রোগী ভীতগ্রস্ত হয়ে পড়েছে যে সংসার বুঝি আর টেকেনা। শুরু করতেই বোধহয় শেষ হয়ে যাবে। কেননা সে তার স্ত্রীকে একদম খুশি করতে পারেনি এতটা যৌন স্বাস্থ্যের অবনতি। তার স্ত্রী তাকে হুমকিও দিয়েছে এভাবে চল্লে সংসার সম্ভব নয়। আমি তাকে বল্লাম কেমন কথা। মানুষতো অসুস্থ্য হতেই পারে। তাই বলে সম্পর্ক ভাঙবে। সে আমাকে অনুরোধ করল স্যার আমার স্ত্রীকে একটু বুঝিয়ে বলুন। আমি তাকে কল দিতে বল্লাম। তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম আপনি যদি অসুস্থ্য হতেন তো সে কি আপনাকে ত্যাগ করবে? সে আক্ষেপ করে বল্ল, "স্যার আমি সবই বুঝি। কিন্তু সময় মাথা আর ঠিক থাকে না। আপনি হয়তো মনে করবেন আমার চাহিদাটা একটু বেশি। কিন্তু কি করব বলুন, একজন মেয়ের জীবনে এর চেয়ে আর বড় পাওনা কি হতে পারে"? আমি আর কথা বাড়ালাম না। তাকে আস্বস্ত করে তার স্বামীর কেসহিস্ট্রি নেয়া শুরু করলাম। কারন খুঁজতে থাকলাম কেন এমন হল? তার কথামত সে ফেমিলির বড়ছেলে। অভাবের সংসার। সব দায়িত্ব তার উপর। একসময় তার পরিবার তার জন্য করেছে। সুতরাং তাকেও পরিবারের জন্য করতে হবে এজন্য সবসময় দুঃশ্চিতায় থাকতে হয়। কারন সে এখনো চাকরি পায়নি। টিউশনি এবং এটা সেটা করে সংসার চালায়। আমি তার মনের এই অবস্থাকেই যৌন অসুস্থ্যতার কারন বিবেচনা করে তাকে গত ..১৯ তারিখে ক্যালকার্ব ২০০ দিয়েছিলাম। আজ এসে সে জানালো এখন -১০ মিঃ হয়ে যায় কিন্তু বীর্য তখনো বেড় হতে চায়না। তার ভাষ্যমতে, "মহান আল্লাহপাক আপনার মাধ্যম আমাকে সুস্থ্য করেছেন।"
কেস বিশ্লেষণ-
রোগীর রোগের সূচনা অর্থনৈতিক উদ্বিগ্নতা থেকে- Ailments from anxiety 
তার অর্থনৈতিক দুঃশ্চিন্তা-Anxiety money matters about 
তার সংসার নিয়ে দুঃশ্চিন্তা-Anxiety family about 
তার সংসারের প্রতি খুব দায়িত্ব কর্তব্যশীল-Duty too much sense of duty
রুব্রিকগুলো একত্র করলে ক্যালকার্ব নির্দেশিত হয়


Anxiety cold drinks amel রুব্রিকটির ব্যাখ্যাঃ
ব্যাখ্যার পূর্বে দু'একটি কথা না বল্লেই নয় আমি যে কেসগুলো দিই তার দু'একটা রুব্রিক বিশেষ করে মাইন্ড রুব্রিকগুলো নবীন প্রবীন অনেক হোমিও চিকিৎসকের কাছেই অজানা বিধায় কেউ কেউ নিয়ে প্রশ্ন করে কেউবা রুব্রিকটি আংশিকভাবে বুঝে ওটিকে হালকাভাবে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে একটি বারও নিজেকে প্রশ্ন করেনা যে, "আমার ওটা সম্পর্কে কতটুকু সঠিক ধারনা আছে?" কারন আমি যে সবকিছু সবসময় জানবো তা কখনো সম্ভব নয় আর কোন বিষয়ে সমালোচনা করতে পারাটা কিন্তু ক্রেডিট নয় ক্রেডিট আমি সে বিষয়টি থেকে কতটুকু ভালো নিতে পারলাম অনেকসময় আমরা শুধু বিরোধিতার খাতিরে সমালোচনা করি যা আমাদের জ্ঞানকে নিচে নামিয়ে দেয় কারন আমরা তখন নিজেদেরকে আপগ্রেড করতে পারিনা এখন মূল আলোচনায় আসি উপরের রুব্রিকটিতে কয়েকটি শব্দ আছে যার প্রতিটা শব্দের অর্থ আমাদের উপলব্ধি করা দরকার এখন আসি আলাদা আলাদা ভাবে শব্দগুলোর অর্থ আগে বুঝি---
Anxiety -
উদ্বিগ্নতা
Cold drinks -
ঠান্ডা পানীয় বহুবচনে যে কোন ঠান্ঠা পানিয় 
Amel =Amelioration-
উপশম
অর্থাৎ পুরো রুব্রিকটির অর্থ দ্বারায় - উদ্বিগ্নতা ঠান্ডা পানিয়ে উপশম এখন কেউ যদি এর অর্থ করে ঠান্ডায় উপশম তাহলে সে কি ঠিক করল না ভুল করল? অবশ্যই ভুল করলো কেননা এখনে আরো দুটো শব্দ রয়েছে উদ্বিগ্নতা এবং পানীয় আবার পানীয়র বহুবচন সুতারাং পুরো অর্থ দ্বারায় উদ্বিগ্নতা যে কোন ঠান্ডা পানীয়ে উপশম
এখন প্রশ্ন আসে মনের মধ্যে উদ্বিগ্নতা কিভাবে ঠান্ডা পানীয়ে উপশম হতে পারে? হা হতে পারে যদি আমার প্রচন্ড পিপাসা পায় আর আমি পিপাসায় ছটফট করতে থাকি তাহলে এক গ্লাস ঠান্ডা জল আমার পিপাসা মিটিয়ে আমাকে শান্তি দিতে পারে কিন্তু যন্ত্রনা যখন আমার মনে, মন যখন উদ্বিগ্ন তখন কিভাবে ঠান্ডা পানীয় আমাকে শান্তি দিতে পারে? নাকি এই সময় যদি তাকে এক গ্লাস ঠান্ডা কোকোকোলা ওফার করা হয় সে আরো বিরক্ত হতে পারে আর আহাম্মক ছাড়া তার অমন মানসিক অবস্থায় এমনটি কেউ করবেনা বরং তাকে কোন শান্তিপূর্ন কথা বলবে বা তাকে কোন শান্তিময় পরিবেশে নিয়ে যাবে যাতে সে শান্ত হয় আর তাকে শান্ত করার জন্য শান্তিপূর্ন কথা বা শান্ত পরিবেশই হচ্ছে তার জন্য কোল্ড ড্রিংকস যেমন কেউ অশান্তিতে আছে তাকে কেউ এমন কথা বল্ল যে তার মনের কস্ট আরো বেড়ে গেল তখন আমরা কি বলি? বলি আগুনে আর ঘি ঢাইলোনা এখানে আগুন মানে কোন আগুন? আর ঘি মানে কোন ঘি? নিশ্চয় বোঝেন সুতরাং মাইন্ডের রুব্রিকগুলোকে ওভাবেই বুঝতে হবে প্রুভারের ফিলিংস এর উপর ভিত্তি করে মডিফাইড রেপার্টরিতে যেভাবে সাজিয়েছে নিজেরমত করে আংশিক আর কাল্পনিক বুঝলে হবেনা
যেমন একটি উদাহরণ দিই- কোন রোগী তার রোগের কারনে খুব উদ্বিগ্ন হয়ে ডাক্তারের কাছে এল ডাক্তার তাকে বল্ল, "আরে আপনার তো কিছুই হয়নি" তখন সে আশ্বস্ত হয়ে বল্ল, "ওহ স্যার! আপনার কথায় শান্তি পেলাম" এখানে ডাক্তারের কথায় তার জন্য কোল্ড ড্রিংকস

Ailment from insult - রোগীর অন্যর দ্বারা তুছ্য তাছিল্য হয়ে নিজেকে হেয় বা ছোট মনে করবে তার মনে হবে যেন আমি মাটিতে ডুবে গেছি সে যেন নিজেকে তখন সবার আড়াল করতে পারলে বাঁচে এতটাই লজ্জাবনত হবে এবং থেকে অসুস্থ্য
Ailment from honor wounded -
যার আত্মমর্যাদাবোধ আছে সেই কেবল তার সম্মানের জায়গায় আঘাত পেতে পারে কেউ তাকে তুছ্য তাছ্যিল্য করবে এমন নয় বরং এমন কোন ঘটনা যা তাকে ছোট করার উদ্দেশ্যে নয় কিন্তু তার মর্যাদার অনুভূতির স্হান থেকে সে আঘাত পায় যেমন আমি কোন প্রোগ্রামে গেলাম আমি একজন বিশেষ ব্যাক্তি কিন্তু দেখাগেল আমাকে স্টেজে না বসিয়ে সাধারন মাঝে রাখলো হয়তোবা কোন পলিটিক্যাল কারন ফলে আমার মান সম্মানে আঘাত পেলাম
Ailment from indignation -
আমার উপর অবিচার হওয়ার কারনে আমার মনে ক্রোধের জন্ম হল যে এমনটি করা তার একদম ঠিক হয়নি সে থেকে অসুস্থ্যতা

 

বৈপ্লবিক হোমিওপ্যাথিঃ ১৮-এপ্রিল-২০১৫

বৈপ্লবিক হোমিওপ্যাথি ডাঃ এম. এল. সেহ্গাল এর একটি স্বতন্ত্র যাত্রা, যিনি একজন মুক্ত পর্যবেক্ষক হিসাবে ভিন্নমত পোষণ করার সাহস দেখিয়েছেন। ডাঃ এম. এল. সেহ্গাল ১৯৬৫ সালে ডাঃ সি. এফ. স্যামুয়েল হ্যানিম্যান এর হোমিওপ্যাথিক নীতি অনুসরনে হোমিওপ্যাথি অনুশীলন শুরু করেন। ডাঃ হ্যানিম্যান থেকে ডাঃ কেন্ট প্রত্যেকেরই ঘোষণা এই যে, প্রতিটি ভেষজ পদার্থে একটি সুস্থ মানুষের মন এবং স্বভাবের পরিবর্তন আনার উল্লেযোগ্য ক্ষমতা আছে; আবার প্রতিটি ভেষজ পদার্থে একটি অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করার ক্ষমতাও আছে। একইভাবে, প্রতিটি অসুস্থ ব্যক্তি এবং নিরাময় স্থাপন করার প্রতিটি ক্ষেত্রে "মানসিক অবস্থা" এর উপর ভেষজ পদার্থেটির প্রভাব খুঁজে বের করার প্রয়োজন

রোগের কারনে অসুস্থ ব্যক্তির মনে দেখা দেওয়া বর্তমান, প্রবলভাবে প্রকাশিত বারবার দেখা যাওয়া লক্ষণগুলোর উপর নির্ভর করে নির্বাচিত ঔষধটি প্রয়োগের ফলে অসুস্থ ব্যক্তির পূর্ন্য আরোগ্যের পূর্বে একধরনের ক্ষরণ ঘটে এবং অতঃপর অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভ করেন

আমরা ক্লাসিক্যাল, সাংবিধানিক বা অন্য যে কোন পদ্ধতিই অনুশীলন করি না কেন, রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচনের জন্য রোগীর মানসিক অবস্থা জানা এবং রোগীর মানসিক অবস্থা নিষ্কাশন / বের করতে শেখা আমাদের প্রয়োজন। ডাঃ এম. এল. সেহ্গাল তার নিজের মতামত, মতামততের পুঙ্খানুপুঙ্খ পুনরাবৃত্তি মুলক পর্যবেক্ষণ এবং মতামততের পুঙ্খানুপুঙ্খ যাচাই দ্বারা (রোগীর সাধারণ অভিব্যক্তি থেকে, কিভাবে তারা কথা বলেন এবং তারা তাদের অসুস্থতার সময় কি করেন) আবিষ্কার করেন রোগীর মনের সঠিক পরিবর্তিত অবস্থা নির্ধারণের উপায়। তিনি, সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে অসুস্থ ব্যক্তির আচরণ থেকে দ্রুত সঠিক ঔষধ নির্বাচন করতেন

ডাঃ এম. এল. সেহ্গাল এর ধারণা ছিল বৈপ্লবিক। রোগীরা শুধু তাদের নিজেদের অবস্থা নিজস্ব ভাবে বলতে পারেন এবং এক এক জনের ভাষা, বলার ধরন আচরণ এক এক রকম। রোগী কথা বলছে কি ভাবে? কেমন স্বরে? উদ্দেশ্য কি তার? কি ভঙ্গিমায় কথা বলছে? কেমন করে তাকিয়ে আছে? মুখটা হাসিমুখো নাকি গম্ভীর? ইসারাতে কথা বলছে কি না? কেন এবং কখন কাঁদছে? কিভাবে কান্না থামছে? কেন এবং কখন হাসছে? কেমন আচরন করছে? কখন, কেন এবং কোথায় লুকিয়ে থাকছে? শুধুই অনুসন্ধিৎসু মনে ভালভাবে পর্যবেক্ষন! এর পর ঔষধ নির্বাচন। তিনি রোগীদের থেকে উদ্যাপিত এবং সংগ্রহ করা তথ্য পাঠোদ্ধার পর্যবেক্ষন করে রেপার্টরীর মেটারিয়া মেডিকার ভাষায় রুপান্ত্মর করার কৌশল আবিস্কার করেন

রোগীর ভাষা এবং রেপার্টরীর ভাষা এক নয়। রেপার্টরীর একটা নিজস্ব স্টাইল বা ভাষা আছে। রেপার্টরীর ভাষাকে বলে রুব্রিক। পর্যবেক্ষনকে রেপার্টরীর ভাষায় বা রুব্রিকে রূপান্ত্মর করা ছাড়া ঔষধ নির্বাচন সম্ভব নয়। তাই প্রথমেই রোগীর কথা বা আমাদের পর্যবেক্ষনকে রেপার্টরীর ভাষায় রূপান্ত্মর করতে হয়, অতঃপর ঔষধ নির্বাচন

উদাহরণ স্বরূপ, রুব্রীক “Light, Desire for” স্বাভাবিক প্রেক্ষাপটে বোঝা যায় যেখানে আলো আছে এমন একটি জায়গা রোগীর পছন্দ বা ইচ্ছা। ডাঃ এম. এল. সেহ্গাল তার অভিজ্ঞতাই পান, যে কোন রোগীই বলবে না যে তাদের প্রয়োজন আলো আছে এমন একটি জায়গা। রোগীরা বলবে, "আমার এই সমস্যা আছে। আমি জানি না এর ফলে কি না হয়। আমি জানতে চায় এটা কি এবং কিভাবে এটার চিকিৎসা করব" রোগী এমনকি এভাবে জিজ্ঞাসা করতে পারেন, "আমাকে একটি এক্স-রে বা আল্ট্রাসাউন্ড করতে হবে" ডাঃ এম. এল. সেহ্গাল বলেন রোগী এখানে অন্ধকারে আছেন তার অবস্থান সম্পর্কে, তার জানা প্রয়োজন কি কারনে তিনি ভুগছেন, এটাই আলো, যা তার জ্ঞান এর সীমাবদ্ধতা, যা ডাক্তার বা আরও তদন্ত্মের মাধ্যমে রোগীর জানা প্রয়োজন

১৯৭০ সালে দশ বছরের একজন বালক ম্যালেরিয়া জ্বরে ভোগছিলন অনেক দিন ধরে। তার কোন ম্যালেরিয়ার আপাত মানসিক বা শারীরিক লক্ষণ দেখা যাচ্ছিল না। কিন্তু রক্ত পরীক্ষা করে দেখা যায় ম্যালেরিয়া। ঔষধ Helleborus, Opium, and Stramonium নির্ধারিত হলেও তা প্রয়োগে প্রতিকার পাওয়া গেল না। সে কেমন আছে জিজ্ঞাসা করলে বালক উত্তর দিয়েছিলেন যে, সে ভাল আছেন। ছেলেটি অধিকাংশ সময় বিছানায় থাকত। ম্যালেরিয়া নিয়ে একেবারে তার পক্ষ থেকে কোন অভিযোগই ছিল না। ডাঃ এম. এল. সেহ্গাল কেন্ট রেপার্টরীর মাইন্ড অধ্যায় পর্যবেক্ষন করলেন এবং রুব্রীক নিলেন
INDIFFERENCE, complaint, does not
BED, remain in, desires to
WELL, says he is, when very sick.
রেপার্টরীর ফলাফল অনুযায়ী তাকে Hyoscyamus দেওয়া হলে বিস্ময়কর ফলাফল দেখা গেল। ছেলেটির এক সপ্তাহের মধ্যে উন্নতি হল। যদিও তিনি সল্পসময়েই দুই, তিন বার হালকা অসুস্থ হয়েছিল এবং প্রতিবারেই তার পাতলা পায়খানা হয়েছিল; প্রথম বার পাঁচ বার, দ্বিতীয় বার তিন বার, তৃতীয় বার এক বার। এরপর জ্বর পুনরাবৃত্তি বন্ধ হয়

সেহ্গাল মেথডে মাইন্ড রুব্রিকের উপর ভিত্তি করেই ঔষধ সিলেকসন করা হয়। ক্ল্যাসিক্যাল পদ্ধতিতেও মাইন্ড রুব্রিকের ব্যাপক ব্যবহার হয়। কিন্তু সেহ্গাল মেথডে মাইন্ড রুব্রিক সিলেকসনে আরো একটু গভীরে দেখা হয়। রুব্রিকের মেটাফোরিক্যাল (আক্ষরিক অর্থে নয় এমন) অর্থও বিবেচনায় আনা হয়। মেটাফোরিক্যাল অর্থ আসলে নুতুন কিছুই নয়। ধরুন Bed-বিছানা বলতে আমরা কি বুঝি? বিছানাতেই আমরা সবচেয়ে বেশী সাচ্ছন্দ বোধ করি। বিছানা হল আমাদের একটি Comfort Zone তার মানে Comfort Zone হল আমাদের Bed -বিছানা

কেন্ট রেপার্টরীর রুব্রিকঃ MIND - BED - aversion to, রোগী তার Comfort Zone অপছন্দ করে। MIND - BED - remain in bed; desire to, রোগী তার Comfort Zone পছন্দ করে তাই সেখানেই থাকতে চাই। Comfort Zone হতে পারে নিজের বিছানা, নিজের বাড়ি, নিজের অফিস, নিজের বর্তমান অবস্থা, নিজের রোগের বর্তমান অবস্থা, ইত্যাদি। তার মানে Bed -বিছানা হতে পারে নিজের বিছানা, নিজের বাড়ি, নিজের অফিস, নিজের বর্তমান অবস্থা, নিজের রোগের বর্তমান অবস্থা, ইত্যাদি

আবার দেখা যাক কেন্ট রেপার্টরীর রুব্রিক MIND - BITING - shoe and swallows the pieces মানে কি? রেপার্টরীতে এই রুব্রিক- একটি ঔষধ দেখানো আছে Veratrum Album MIND - BITING - shoe মানে কি, এই রুব্রিকের মেটাফোরিক্যাল (আক্ষরিক অর্থে নয় এমন) অর্থ কি ? MIND - BITING - shoe and swallows the pieces মানে হল, স্বার্থ / কাজ উদ্ধারের জন্য জুতা চাটতেও পস্ত্মুত / পিছ-পা হন না। এভাবে একটু চিন্ত্মা করি। অতঃপর আসুন Veratrum Album এর মেটিরিয়া মেডিকা পড়ে দেখি। তারপর আবার চিন্ত্মা করি, কেন স্যার কেন্ট এই রুব্রীকে একটিমাত্র ঔষধ রেখেছেন?

সেহ্গাল মেথড আসলে কাজ করে কিনা বা রোগী আরোগ্য করতে পারে কিনা তা জানতে দু-একটি কেস নিজে করে দেখতে হয়। মাছের কাঁটার জন্য আমরা সাধারনত Hepar, Silicea, Ignatia বা অন্যন্য ঔষধ ব্যাবহার করে থাকি। কখনো কি আমরা দেখেছি opium মাছের কাঁটা চলে যায়? হাঁ যায়, যদি রোগীর Mental State তেমনটি থাকে

আমাদের সীমাবদ্ধতা অনেক, আমরা যা জানি তার বাহিরে আরও বেশী আলো থাকতেও পারে এটা আমাদের বিবেচনায় রাখা দরকার। একসময় অনেকেই সেহ্গাল মেথডের বিরোধীতা করতেন, অতঃপর যখন প্যকটিক্যাল রেজাল্ট দেখলেন এবং নিজে পড়াশুনা করে নিজ হাতে রেজাল্ট পেয়েই তবেই বিশ্বাস করে আজ অনেকেই এই পথে। এখন দেখার চেষ্টা করি এত বড় স্পর্ধা কার নতুন মেথড আবিস্কারের! দেখতে পায় এই পথটি আসলে আগেও ছিল যা হোমিওপ্যাথির জনক ডাঃ সি. এফ. স্যামুয়েল হ্যানিম্যান এবং কেন্ট স্যারের দেওয়া। যা ছিল সবার অচেনা। আর সেই অচেনা পথেই হেঁটেছেন ডাঃ মদন লাল সেহ্গাল। আজ তার হাজারো অনুসারী সবাই সেহ্গাল মেথড ব্যবহার করলেও ক্লাসিক্যাল মেথডকে কখনই ছোট করে দেখেননি

১৯৭৭ সালে ডাঃ এম. এল. সেহ্গাল প্রথম এই তথ্য প্রকাশ করেন, ১৯৮৩ সালে "Dr. Sehgals School of Revolutionised Homoeopath" নামে স্কুল প্রতিষ্ঠা করেন। ডাঃ এম. এল. সেহ্গাল ২০০২ সালে মৃত বরন করেন। বর্তমানে সেহ্গাল স্কুল এর অনুষদ বৃন্দ হলেন, ডাঃ সঞ্জয় সেহ্গাল, ডাঃ যোগেশ সেহ্গাল, ডাঃ প্রেম শর্মা এবং ডাঃ প্রীতি সেহ্গাল

Cina

একগুয়ে আর জেদি স্বভাবের সিনার থাকে এক অদ্ভুত ধরনের আকাঙ্খা (ambition) তার মন ভরে পাওয়ার ইচ্ছা কিন্তু তা যে আসলে কি? কি যে সে চায় তা নিজেই জানেনা আর তার এই চাওয়া পাওয়ার জায়গাটা যদি বাধপ্রাপ্ত হয় তাহলে সে ভয়ঙ্কর রেগে যায় সে খিটমিটে হয়ে পড়ে সে কাউকেই সহ্য করতে পারেনা একজন কৃমি আক্রান্ত ব্যাক্তি যেমন খিটখিটে হয়ে পড়ে ব্যাক্তিও তেমন কৃমি হচ্ছে একধরনের প্যারাসাইট বা পরজীবি কৃমি সবসময়ই দেহ থেকে খাবার গ্রহন করে নিজেকে পুস্ট রাখে কিন্তু দেহের ক্ষতি সাধন করে ফলে সে অপুষ্টিতে ভুগে অন্যদের সাথে সবসময় খিটমিট খিটমিট করতে থাকে ঠিক এই ধরনের ব্যাক্তির কাছে সবাই যেন প্যারাসাইট সবার সাথে সে খিটমিট খিটমিট করতে থাকে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনা রাগান্বিত হয়ে তার কাছের মানুষজনকে আঘাত করে যারা তার সবচেয়ে কাছের বা তার উপর নির্ভশীল বা তার থেকে উপকৃত হচ্ছে তাদের সে কামড়ায়, আচড়ায় তাদেরকেই কস্ট দেয় ঠিক কৃমি যেমন তার পোষক দেহকে কস্ট দেয় কিন্তু তার এরকম বন্য আচারনে সে অনুতপ্ত হয়ে অস্থির হয়ে পড়ে কেন সে এমনটি করছে সে আসলে চায়না যে অমনটি করুক কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনা সহজেই চটে যায় আসলে সে কখনো নিয়ন্ত্রণ হারাতে চায়না সে চায় সবকিছুকে তার অধীনে রাখতে তার মত করে চালাতে কারন তার এম্বিশন পূর্ণ করতে হবে আর তা না হলেই সে shriek ( চিৎকার বা প্রতিক্রিয়া) করে একজন ব্যাক্তির খিচুনি হতে থাকলে যেমন তার উপর কোন কন্ট্রোল থাকেনা সে তখন নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে shriek করে ঠিক তার কোন কিছুতেই সন্তুষ্টি নেই তার শুধু মন ভরে পাবার ইচ্ছা কিন্তু সেই ইচ্ছা কোনভাবেই পূর্ণ হয়না কারন সে কি চায় সে নিজেই জানেনা তাই তাকে কিছুতেই শান্ত করা যায়না যখন সে তার এই চাওয়া পাওয়ার জায়গাটা ঠিক মিলাতে পারেনা তবে অবস্থায় তাকে জোর প্রয়োগ করলে বা ভয়ভীতি দেখালে তখন থেমে যায়
এজগুয়ে আর জেদি স্বভাবের সিনার থাকে এক অদ্ভুত ধরনের আকাঙ্খা (ambition)- 
Ambition increase
Obstinate 
Ambition increase
Obstinate 
তার মন ভরে পাওয়ার ইচ্ছা- desire full of desire
কিন্তু তা যে আসলে কি? কি যে সে চায় তা নিজেই জানেনা- capriciousness reject the things for which he has been longing when offered
আর তার এই চাওয়া পাওয়ার জায়গাটা যদি বাধপ্রাপ্ত হয় তাহলে সে ভয়ঙ্কর রেগে যায়- contradiction intolerance of
Anger tantrum 
Anger tantrum 
সে খিটমিটে হয়ে পড়ে। সে কাউকেই সহ্য করতে পারেনা। একজন কৃমি আক্রান্ত ব্যাক্তি যেমন খিটখিটে হয়ে পড়ে। ব্যাক্তিও তেমন। কৃমি হচ্ছে একধরনের প্যারাসাইট বা পরজীবি। কৃমি সবসময়ই দেহ থেকে খাবার গ্রহন করে নিজেকে পুস্ট রাখে। কিন্তু দেহের ক্ষতি সাধন করে। ফলে সে অপুষ্টিতে ভুগে অন্যদের সাথে সবসময় খিটমিট খিটমিট করতে থাকে। ঠিক এই ধরনের ব্যাক্তির কাছে সবাই যেন প্যারাসাইট। সবার সাথে সে খিটমিট খিটমিট করতে থাকে-irritability worm affection in
Anger worm complaint in
Irritability trifflin
Anger worm complaint in
Irritability triffling
সে নিজেকে কন্ট্রোল করতে পারেনা। রাগান্বিত হয়ে তার কাছের মানুষজনকে আঘাত করে যারা তার সবচেয়ে কাছের বা তার উপর নির্ভশীল বা তার থেকে উপকৃত হচ্ছে। তাদের সে কামড়ায়, আচড়ায়। তাদেরকেই কস্ট দেয় ঠিক কৃমি যেমন তার পোষক দেহকে কস্ট দেয়-biting
Scratching hands with 
Scratching hands with 
কিন্তু তার এরকম বন্য আচারনে সে অনুতপ্ত হয়ে অস্থির হয়ে পড়ে। কেন সে এমনটি করছে- Anxiety conscience anxiety of
সে আসলে চায়না যে অমনটি করুক কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনা। সহজেই চটে যায়-
Offended easily
Offended easily
আসলে সে কখনো নিয়ন্ত্রণ হারাতে চায়না। সে চায় সবকিছুকে তার অধীনে রাখতে। তার মত করে চালাতে। কারন তার এম্বিশন পূর্ণ করতে হবে। আর তা না হলেই সে shriek ( চিৎকার বা প্রতিক্রিয়া) করে। একজন ব্যাক্তির খিচুনি হতে থাকলে যেমন তার উপর কোন কন্ট্রোল থাকেনা। সে তখন নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে shriek করে- Shrieking convulsion during 
ঠিক তার কোন কিছুতেই সন্তুষ্টি নেই- discontent everything with
Discontent always
Discontent always
তার শুধু মন ভরে পাবার ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছা কোনভাবেই পূর্ণ হয়না। কারন সে কি চায় সে নিজেই জানেনা। তাই তাকে কিছুতেই শান্ত করা যায়না যখন সে তার এই চাওয়া পাওয়ার জায়গাটা ঠিক মিলাতে পারেনা- Quieted can not be
তবে অবস্থায় তাকে জোড় প্রয়োগ করলে বা ভয়ভীতি দেখালে তখন থেমে যায়- Rocking fast amel.
কৃতজ্ঞতা স্বীকারঃ ডাঃ আলতাব ভাই আর জয়সোয়াল দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জার্নি তৈরিতে তাদের বিশেষ অনুপ্রেরনা দানের জন্য
 
ভিরেট্রামকে যেভাবে উপলব্ধি করেছিঃ
ভিরেট্রাম এল্বাম। যে কিনা নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যেন সে সমাজের মহান একজন ব্যাক্তি বা তার হুকুম মেনে সবাই চলবে। তার নিজের সম্পর্কে বড়াই করতে গিয়ে বেশ অহংকার প্রদর্শন করে। যেমন আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলবে এমন বুকের পাটা কার আছে! সে যেন খুব পাওয়ারফুল পারসন। সেই যেন সর্ব ক্ষমতার অধিকারী। সে ধমকের সুরে তুচ্ছ তাচ্ছিল্য করে হুকুম দিতে বেশ সিদ্ধহস্ত। আর তার হুকুম তামিল না করলেই সে খুব খারাপ আচরন করবে। তার এমন আচরনে আপনার মন বলে উঠবে "বেটা যেন নিজেকে লাটের বাচ্চা মনে করে!" সে যেমন নিজেকে পাওয়ারফুল মনে করে তেমনি তার এই পাওয়ারকে ধরে রাখতে সমাজের পাওয়ারফুল ব্যাক্তিবর্গ যেমন এমপি মন্ত্রী পীর দরবেশ ওনাদের সাথে নিজের সম্পর্ক স্হাপন করে। সে কখনো কখনো তার এই প্রবল পাওয়ার প্রীতির কারনে ডেলিরিয়াম অবস্থায় গিয়ে অসামজস্য সব কথা বার্তা বলতে থাকে। যেমন আমার বাড়ির পাশে প্রেসিডেন্টের বাড়ি। আর তার বড় বড় কথা। নিজের সম্পর্কে বেশ বাড়িয়ে বাড়িয়ে বলতে বলতে একসময় বেশ দেমাগি হয়ে পড়ে। তখন আপনি বুঝতে পারবেন এই ব্যাটা আসলে চাপাবাজিতে বেশ ওস্তাদ। কিংবা আপনার অবচেতন মন তার আচরনে মনে হবে চাল নেই চুলো নেই;নিধিরাম সর্দার! এদের মধ্যে প্রবল ধর্মীয় অনুভূতি কাজ করে।কারো কারো ক্ষেত্রে তার ধর্মীয় অনুভূতি এতটাই প্রবল আকার ধারন করে যে সে মনে করে সৃস্টিকর্তার সাথে তার গভীর আত্মিক সম্পর্ক আছে। তবে এটি তার চরম অবস্হা। সাধারনত সে বিভিন্ন পাওয়ারের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চায়। আর পাওয়ারটাই হল গড। যেমন তার সম্পর্ক সমাজে এমপি মন্ত্রী পীর দরবেশের সাথে। তার এই সম্পর্ক নিয়ে সে বেশ পূর্নতা অনুভব করে যেমন একজন নারীর গর্ভ যেমন তাকে পূর্নতা দান করে এবং সে অবস্থায় যদি বেশ দেমাগী হয়ে পড়ে। সে তেমনি। তার মধ্যকার দুর্বলতা সে কখনো প্রকাশ করতে চায়না। তাই সে রুগ্ন অবস্থায় হয় নানারকম ভান করে না হয় সে প্রচন্ড যন্ত্রনার মুহুর্তে অবস্থা থেকে দ্রুত বেড়িয়ে আসতে ননারকম অসামজস্য আচরন করে। সে তার ক্ষমতা ধরে রাখার জন্য যে কোন উপায় অবলম্বন করে। যেখানে ছোট হবার সেখানে ছোট হবে কিংবা যেখানে হাম্বিতাম্বি করার সেখানে হাম্বিতাম্বি করবে। প্রয়োজনে সে অন্যের পায়ে পড়বে। তার ভেসভুসায় সমাজে নিজেকে বেশ পরিচ্ছন্ন দেখানোর চেস্টা করবে। যেমন সাদা পোষাক সাদা জুতা কিংবা সমাজে যে লেবাসগুলোকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে ওমন লেবাস পড়ে সবসময় ফিটফাট হয়ে থাকবে। কিন্তু তার ভেতরটা কিন্তু ঠিক তার বিপরীত। তার আচারনগত ইতিহাস নিয়ে দেখবেন সে বেশ বেজাত টাইপের। মারামারা কাটাকাটি। অন্যের উপর কেমনে প্রাধান্য বিস্তার করা যায় ইত্যাদি।কিংবা বুদ্ধিমত্তা দিয়ে কারো ধ্বস নামিয়ে নিজের অবস্থানটা ধরে রাখা যায় সেই কাজেই সে নিযুক্ত। তবে আপনি লক্ষ করো দেখবেন সে আপনাকে সরাসরি খাটো করবে না কিন্তু অন্যান্য চিকিৎসকে সমালোচনা করে তার সম্মানের হানি ঘটাবে। এবং কৌশলে আপনার বেশ তোষামোদি করবে। যাতে আপনি তার উপর সতুস্ট থাকেন। আসলে তার মুখে এক অন্তরে আরএক। সে যেহেতু অন্য একজন নামকরা চিকিৎসককে সমালোচনা করে আপনার সামনে তুচ্ছতাচ্ছিল্য করছে আর আপনার সামনে আপনাকে প্রশংসায় ভাসিয়ে খুশি করতে চাইছে তখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন। সে কিছু সুবিধা চায় আপনার কাছ থেকে যা হয়তোবা পূৃৃর্বতন চিকিৎসকের কাছে পায়নি। যেমন, "আরে ডাক্তার সাব আমি কোন ডাক্তারকে গনার মধ্য ধরিনা কিন্তু আপনার অনেক নামডাক আছে, আপনিই পারবেন আমাকে সারাতে।"
সংশ্লিষ্ট রুব্রিকগুলোঃ
ভিরেট্রাম এল্বাম। যে কিনা নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যেন সে সমাজের মহান একজন ব্যাক্তি বা তার হুকুম মেনে সবাই চলবে।
Delusion great person he is
Delusion prince he is
Dictatorial 
তার নিজের সম্পর্কে বড়াই করতে গিয়ে বেশ অহংকার প্রদর্শন করে। যেমন আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলবে এমন বুকের পাটা কার আছে! সে যেন খুব পাওয়ারফুল পারসন। সেই যেন সর্ব ক্ষমতার অধিকারী-
Haughty pregnancy during
Delusion all power she is
Haughty pregnancy during
Delusion all power she is
সে ধমকের সুরে তুচ্ছ তাচ্ছিল্য করে হুকুম দিতে বেশ সিদ্ধহস্ত। আর তার হুকুম তামিল না করলেই সে খুব খারাপ আচরন করবে-
Abusive insulting
Abusive insulting husband before child and vice versa
Abusive insulting
Abusive insulting husband before child and vice versa
তার এমন আচরনে আপনার মন বলে উঠবে "বেটা যেন নিজেকে লাটের বাচ্চা মনে করে!" 
Delusion prince he is
Delusion prince he is
সে যেমন নিজেকে পাওয়ারফুল মনে করে তেমনি তার এই পাওয়ারকে ধরে রাখতে সমাজের পাওয়ারফুল ব্যাক্তিবর্গ যেমন এমপি মন্ত্রী পীর দরবেশ ওনাদের সাথে নিজের সম্পর্ক স্হাপন করে-
Delusion communication with god
Delusion every power she is
Delusion communication with god
Delusion every power she is
সে কখনো কখনো তার এই প্রবল পাওয়ার অধীকারি উপলব্ধির কারনে ডেলিরিয়াম অবস্থায় গিয়ে অসামজস্য সব কথা বার্তা বলতে থাকে। যেমন আমার বাড়ির পাশে প্রেসিডেন্টের বাড়ি। আর তার বড় বড় কথা। নিজের সম্পর্কে বেশ বাড়িয়ে বাড়িয়ে বলতে বলতে একসময় বেশ দেমাগি হয়ে পড়ে। 
Haughty pregnancy during
Haughty mania in
Haughty pregnancy during
Haughty mania in
তখন আপনি বুঝতে পারবেন এই ব্যাটা আসলে চাপাবাজিতে বেশ ওস্তাদ। কিংবা আপনার অবচেতন মন তার আচরনে মনে হবে চাল নেই চুলো নেই;নিধিরাম সর্দার
Boaster braggart
Liar charlatan and
Boaster braggart
Liar charlatan and
এদের মধ্যে প্রবল ধর্মীয় অনুভূতি কাজ করে।কারো কারো ক্ষেত্রে তার ধর্মীয় অনুভূতি এতটাই প্রবল আকার ধারন করে যে সে মনে করে সৃস্টিকর্তার সাথে তার গভীর আত্মিক সম্পর্ক আছে। তবে এটি তার চরম অবস্হা। সাধারনত সে বিভিন্ন পাওয়ারের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চায়। আর পাওয়ারটাই হল গড। যেমন তার সম্পর্ক সমাজে এমপি মন্ত্রী পীর দরবেশের সাথে-
Delusion communication with god
Religious affection too occupied with religion mania
Delusion communication with god
Religious affection too occupied with religion mania
তার এই সম্পর্ক নিয়ে সে বেশ পূর্নতা অনুভব করে যেমন একজন নারীর গর্ভ যেমন তাকে পূর্নতা দান করে এবং সে অবস্থায় যদি বেশ দেমাগী হয়ে পড়ে। সে তেমনি।
Haughty pregnancy during
তার মধ্যকার দুর্বলতা সে কখনো প্রকাশ করতে চায়না। তাই সে রুগ্ন অবস্থায় হয় নানা রকম ভান করে না হয় সে প্রচন্ড যন্ত্রনার মুহুর্তে অবস্থা থেকে দ্রুত বেড়িয়ে আসতে ননারকম অসামজস্য আচরন করে। 
Delirium pain with the
Delirium pain from
Affectation
Carried desire to be carried fast
Delirium pain with the
Delirium pain from
Affectation
Carried desire to be carried fast
সে তার ক্ষমতা ধরে রাখার জন্য যে কোন উপায় অবলম্বন করে। যেখানে ছোট হবার সেখানে ছোট হবে কিংবা যেখানে হাম্বিতাম্বি করার সেখানে হাম্বিতাম্বি করবে। প্রয়োজনে সে অন্যের পায়ে পড়বে। 
Ambition increased means employed every possible 
Hard for for inferior and kind for superior
Shoe bites and shallow pieces
Ambition increased means employed every possible 
Hard for for inferior and kind for superior
Shoe bites and shallow pieces
তার ভেসভুসায় সমাজে নিজেকে বেশ পরিচ্ছন্ন দেখানোর চেস্টা করবে। যেমন সাদা পোষাক সাদা জুতা কিংবা সমাজে যে লেবাসগুলোকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে ওমন লেবাস পড়ে সবসময় ফিটফাট হয়ে থাকবে। কিন্তু তার ভেতরটা কিন্তু ঠিক তার বিপরীত।
Foppish
Hypocrisy 
তার আচারনগত ইতিহাস নিয়ে দেখবেন সে বেশ বেজাত টাইপের। মারামারা কাটাকাটি। অন্যের উপর কেমনে প্রাধান্য বিস্তার করা যায় ইত্যাদি।কিংবা বুদ্ধিমত্তা দিয়ে কারো ধ্বস নামিয়ে নিজের অবস্থানটা ধরে রাখা যায় সেই কাজেই সে নিযুক্ত-
Ambition increased means employed every possible 
Liar charlatan and
Deceitful
Ambition increased means employed every possible 
Liar charlatan and
Deceitful
তবে আপনি লক্ষ করো দেখবেন সে আপনাকে সরাসরি খাটো করবে না কিন্তু অন্যান্য চিকিৎসকে সমালোচনা করে তার সম্মানের হানি ঘটাবে। এবং কৌশলে আপনার বেশ তোষামোদি করবে। যাতে আপনি তার উপর সতুস্ট থাকেন। আসলে তার মুখে এক অন্তরে আরএক। সে যেহেতু অন্য একজন নামকরা চিকিৎসককে সমালোচনা করে আপনার সামনে তুচ্ছতাচ্ছিল্য করছে আর আপনার সামনে আপনাকে প্রশংসায় ভাসিয়ে খুশি করতে চাইছে তখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন। সে কিছু সুবিধা চায় আপনার কাছ থেকে যা হয়তোবা পূৃৃর্বতন চিকিৎসকের কাছে পায়নি। যেমন, "আরে ডাক্তার সাব আমি কোন ডাক্তারকে গনার মধ্য ধরিনা কিন্তু আপনার অনেক নামডাক আছে, আপনিই পারবেন আমাকে সারাতে।"
cursing swearing desire blashphamy
Hypocrisy 
Reproaching others
Flattering seducing behavior
cursing swearing desire blashphamy
Hypocrisy 
Reproaching others
Flattering seducing behavior
তাহলে একটি কেস বলিঃ
এই রোগিটির ক্রনিক কিডনি ডিজিজ। তার অন্ডকোষে পানি জমে বিশালাকার ধারন করেছে। এসাইটিস আছে। আমি যখন তার সমস্যা দেখতে চাইলাম সে ধমক দিয়ে তার স্ত্রীকে বল্ল,"টিস্যু বাইর কর" সে টিস্যু বেড় করলো। রোগি আমার হাতে টিস্যুটি দিয়ে লুঙ্গি তুলে বল্ল দেখেন। টিস্যু দিয়ে ধরে দেখেন। আমি দেখলাম তার পেটে যখন হাত দিয়ে দেখছিলাম সে বলছিল কিল দেন। আস্তে ধরেন কেন। আমি বল্লাম কিল দিলে আপনি কি বাচবেন। সে বল্ল মরে গেলে মরে যাবো। ৫০ টাকার বিষ খেয়ে মরে যাবো। কস্ট আর সহ্য হয়না। আপনাকে অনুমতি দিলাম। মরার ওষুধ দেন কোন সমস্যা নেই। একটু পরেই আবার বলছে আপনার আধ্যাতিক গুরুকে ধ্যান করে ওষুধ দেন। আমারো একজন গুরু আছে। সে বলেছে আমাকে খেসারত দিতে হবে। এই বলেই সে তার আধ্যাত্মিক গুরুকে গালিগালাজ করা শুরু করলো, "ওরে চোরা! তুই আমারে ভোগাস" তারপর আবার আমাকে উদ্দেশ্য করে বলছে আপনার মত বয়সী একজন ডাক্তার আছে। সে তার গুরুকে স্মরণ করে ওষুধ দিয়ে বলে যাহ্ ওষুধ দিলাম সেরে যাবি। তারা সেরে যায়। তাই বলি আপনার গুরুকে ধ্যান করে ওষুধ দেন। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার নাকটা ওমন ডাবা (ভাঙা) কেন? তখন বলছে আমি খুবই বেজাত ছিলাম। ৫০ জনের সাথে মারামারি করে নাক ফাটাইছি। আজ আমি অসুস্থ্যতার জন্য এরকম। নইলে আপনার মত আরিফ ডাক্তার আমার সাথে কথা বলার সাহস পেতনা। এলাকায় আমাকে ছাড়া কোন বিচার হতনা। চেয়ারম্যানের কাছে কেউ বিচার নিয়ে গেলে আমার এলাকার লোকজনকে আগে আমার নিকট পাঠায় দিত। আর আমি বিচারের আগে অপরাধীরে আগে পিটায় নিতাম। তারপর বিচার। আমার পিটান খেয়ে অনেক নেশাখোর, জুয়ারু ভালো হয়ে গেছে। তারা এখন আমরে বলে আপনার জন্য আমরা আজ ভালো আছি। তাদের স্ত্রীরা এসে আমাকে এসে অভিযোগ করতো তার স্বামী ওমুক জায়গায় জুয়া খেলছে বা নেশা করছে। যাইয়া ওরে আগে লাঠি দিয়ে পিটাইতাম। তারপর কথা। এভাবে বহুজনকে কুপথ থেকে সরাইছি। তারা আজ ব্যাবসা বানিজ্য করে বড়লোক। আমারে অসুখ হবার পর থেকে ওরা দেখতে আসে।
কেসটির বিশ্লেষনঃ
এই রোগীটি তার রোগ বৃদ্ধির কারনে ডেলিরিয়াম অবস্থায় ওমন আচরন করছে। তইতো বিনা কারনে প্রথম আবেদনেই সে তার স্ত্রীকে অন্যের সামনে ধমকে কথা বলছে। তাকে তুই তোকার করে ছোট করছে। চিকিৎসকেও ছোট করছে। কিন্তু এটি তার ডেলিরিয়াম অবস্থা-
Delirium pain with the
Delirium pain from
Abusive husband insulting husband is wife before children or vice versa
Abusive insulting
Delirium pain with the
Delirium pain from
Abusive husband insulting husband is wife before children or vice versa
Abusive insulting
সে বলছে আমি বিষ খাবো, আমাকে মেরে ফেলেন ইত্যাদি। এগুলো সবই তার হিপোক্রেসি। আসলে সে মৃত্যু ভয়ে ভীত। নইলে পরক্ষনেই সে বলতোনা যে আপনার গুরুকে স্মরণ করে ওষুধ দেন--
Fear death
Religious affection too occupied with religious mania
Dictetorial
Fear death
Religious affection too occupied with religious mania
Dictetorial
সে যে তার গুরুকে গালি দিচ্ছিল ওটি গুরুর প্রতি অবিশ্বাস নয় বরং ওটি তার প্রতি তার ভালোবাসার তীব্র অধিকার পাওয়ার আবেদন "চোরা আমারে ভোগায়। আমারে বলেছে খেসারত (পাপের)দিতে হবে"--
Delusion god communication of god he is
Religious mania
Delusion god communication of god he is
Religious mania
সে নিজেকে এভাবে তুলে ধরছিল যে তার প্রভাবে সমাজের খারাপ লোকেরা ভালো হয়ে গেছে। মানে সে যীশুর মত একজন মহান ব্যাক্তি যার সাহচর্যে খারাপ মানুষ ভালো হয়--
Delusion christ himself
Delusion great person he is a
Delusion christ himself
Delusion great person he is a
এবং সে তার ওই গুনাবলীগুলো তুলে ধরতে গিয়ে চিকিৎসকে কিছু মনেই করছেনা। যা তার পাগলামি-
Haughty pregnancy during
Haughty mania in
Haughty pregnancy during
Haughty mania in
কৃতজ্ঞতা স্বীকারঃ আলতাব ভাই জয়সোয়াল দার প্রতি যাদের অনুপ্রেরণায় কাজটি করেছি
মার্কসলের শিশু
মার্কসলের শিশু স্বভাবে ইচড়ে পাকা বয়সের তুলনায় তারা একটু বেশি বোঝে অনেক সময় ক্লিনিকে বড়দের মতো গুছিয়ে তার সমস্যার কথা বলে এরা জেদি একগুঁয়ে প্রকৃতির হয় এরা অতি উৎসাহী কোনো কিছুর করার ইচ্ছা হলে এরা তা করবেই তার জন্য কেউ তাকে বাধা দিলে গোয়ার্তুমি করে কথা শোনে না অবাধ্য এরা অশিষ্ট হয়, মানুষের মুখে থুথু দেয়
MIND - PRECOCITY of children
MIND - OBSTINATE, headstrong
MIND - ARDENT
MIND - AUDACITY
MIND - DISOBEDIENCE
MIND - IMPOLITE
MIND - SPITTING - faces of people, in
তাদের কাজে বাধা দিলে বা তাদের কাজের সমালোচনা করলে হইচই করে মার্কসলের শিশু সমালোচনা সহ্য করতে পারে না তাদের মতের বাইরে কোনো কিছু তারা সহ্য করতে পারে না সহজ কথায় বলা যায় যে কোনো কিছুর বিরোধিতা করাই এদের স্বভাব নিজের মত প্রতিষ্ঠার জন্য এরা স্বেচ্ছাচারী হয়ে যায় এমন আচরণ করে যেন সে কর্তা এবং অন্যরা তার অধীনস্ত কোনো ধরনের যুক্তি প্রমাণ ব্যতিরেকে তার কথা সবাইকে মানতে হবে সে সকলের উপর নিয়ন্ত্রণ করতে চায়
MIND - NOISE - inclination to make noise
MIND - SENSITIVE - criticism; to
MIND - CONTRADICTION - intolerant of contradiction
MIND - CONTRADICTION - disposition to contradict
MIND – DICTATORIAL
MIND - DICTATORIAL, domineering, dogmatic, despotic - control others, wants to
মার্কসলের পেটুক শিশুরা সারাক্ষণ খেতে চায় তাদের ভেতরে এক ধরনের রাক্ষুসে ক্ষুধা থাকে অবশ্য খাওয়া এদের কাছে আনন্দের বিষয় এরা খাওয়াকে উপভোগ করে কিন্তু অতিক্তি খাওয়ার ফলে মোটা হয়ে যেতে পারে বা অন্য কোনো রোগ হতে পারে সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই জেদি একগুয়েমি কারণে এরা কোনো কিছুকে বা কারো কথাকে পাত্তা দেয় না
MIND - BULIMIA
MIND – GOURMAND
MIND – HEEDLESS
MIND – FRIVOLOUS
MIND - DANGER - no sense of danger; has
এদের অতি ভোজনের কারণে তাদের মধ্যে রোগবিদ্যা বড় হতে থাকে তারা অলস প্রকৃতির হয়ে যায় এদের কাজকর্ম, খেলাধুলার প্রতি কোনো আগ্রহ থাকে না এদের খেলাধুলা করার মতো সামর্থ্যও থাকে তাই সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে থাকতে চায় যদি বাবা তাদেরকে খেলতে বাইরে পাঠায় তারা মাঠে গিয়ে এক কোণে বসে থাকে বন্ধুরা খেলে সে মাঠের এক কোণায় বসে তাদের খেলা দেখে তারা নিজে থেকে কিছু করতে চায় না, সবকিছু করে দিতে হবে যেন তাকে কোলে নিয়ে রাখতে হবে
MIND - PLAYING - aversion to play - children; in
MIND - PLAYING - inability to play
MIND - BED - remain in bed; desire to
MIND - SITTING - inclination to sit
MIND - CARRIED - desire to be carried
তার আচার আচরণে সবাই যখন ত্যক্ত বিরক্ত হয়ে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তারা পরিবর্তন হতে চায় তার অবাধ্যতা, অশিষ্টতা স্বেচ্ছাচারী মনোভাব ত্যাগ করে দৃষ্টি আকর্ষণের জন্য অদ্ভুত ধরনের খেলা করে অদ্ভুত মুখ বিকৃতি করে হাস্যকর নির্বোধের মতো অঙ্গভঙ্গি করে 
MIND - CHANGE - desire for
MIND - ANTICS; playing - children; in
MIND - GRIMACES - strange faces; makes
MIND - GESTURES, makes - ridiculous or foolish
MIND - GESTURES, makes - strange attitudes and positions
মার্কসলের শিশুরা নোংরা প্রকৃতির হয় তাদের গোসল করতে, হাতমুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতি অনীহা থাকে এরা অতিশয় নোংরা শিশু মেঝের উপর থুথু ফেলে তা জিহ্বা দিয়ে চেখে খায় এরা ইচ্ছাকৃতভাবে ঘরে সব জায়গায় প্র¯্রাব করে যখন ঘরে মালিক দেখে তার সামনে প্র¯্রাব করা যেন তার জরুরি হয়ে পড়ে খাবারে মধ্যে প্র¯্রাব, পায়খানা করে তারপর সেই খাবার খায় কখনো কখনো এরা নিজেদের মলও খায়
MIND - WASHING, bathing - aversion to
MIND – DIRTY
MIND - SPIT, desire to - floor, on the, and licks it up
MIND - DIRTY - urinating deliberately - everywhere
MIND - DIRTY - urinating deliberately - everywhere - owners looking; when
MIND - DIRTY - urinating deliberately - indoors
MIND - DIRTY - urinating and defecating - food; on their
MIND - FECES - swallows his own
শিশু নগ্ন হতে চায় সে তার যৌনাঙ্গে হাত দেয় 
MIND - NAKED, wants to be
MIND - NAKED, wants to be - sleep, in
MIND - NAKED, wants to be - delirium, in
MIND - GESTURES, makes - grasping or reaching at something - genitals - children
একদিকে এদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোনো ধারণা নেই অন্যদিকে আছে প্রবল আত্মবিশ্বাসের অভাব যার কারণে তাদের কাছে মনে হয় তারা সবকিছুতেই ব্যর্থ হবে মনে হয় সে সবকিছু ভুল করছে তাই তার ভয় হয় সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না সে পড়ে যাবে
MIND - DUTY - no sense of duty
MIND - CONFIDENCE - want of self-confidence
MIND - DELUSIONS - fail, everything will 
MIND - DELUSIONS, imaginations - succeed, that he cannot, does everything wrong
MIND - FEAR - self-control, of losing
MIND - FEAR - falling, of
মার্কসলের শিশুর বিভিন্ন ধরনের ভয় আছে সে একাকী থাকতে পারে না সে বিড়ালের ভয় করে, কুকুরের ভয় করে তার ভুতের ভয় আছে ছুরি দেখলে, আলপিন দেখলে ধারালো কোনো জিনিস দেখলে ভয় পায়
MIND - FEAR - alone, of being
MIND - FEAR - cats; of
MIND - FEAR - dark, of
MIND - FEAR - dogs, of
MIND - FEAR - ghosts, of
MIND - FEAR - knives; of
MIND - FEAR - pins, pointed, sharp things, of
শিশু তোষামোদি করে তার স্বার্থ উদ্ধারে ফুসলাতে পারে সে ঠাট্টা পছন্দ করে না মনে করে তার কাজকর্ম দেখছে তাই সে তার দিকে তাকানো সহ্য করতে পারে না 
MIND - FLATTERING - seducing behavior in children
MIND - JESTING - aversion to
MIND - JESTING - joke; cannot take a
MIND - FEAR - observed, of her condition being
MIND - LOOKED AT; to be - cannot bear to be looked at
শিশু অস্থির প্রকৃতির বিছানা থেকে চলে যেতে যায়, বিছানায় গড়াড়ড়ি করে ব্যথার সময় অস্থির হয়ে পড়ে
MIND - RESTLESSNESS - children, in
MIND - RESTLESSNESS - bed - driving out of
MIND - RESTLESSNESS - bed - tossing about in
MIND - RESTLESSNESS - pain, from
ব্যথার তীব্রতা এত বেশী থাকে যে, শিশু ব্যথায় কাঁদে কিন্তু কেউ যদি তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে প্রচণ্য ব্যথায়ও সে বলে সে ভালো আছে সে কাউকে স্পর্শ করতে দেয় না মনে করে তার ব্যথার জায়গা ছুয়ে দিলে সে আরও ব্যথা পাবে কারণেই বলে সে ভালো আছে কিন্তু সে তাকে সান্ত¦না দিলে সে ব্যথার বৃদ্ধি ঘটে
MIND - WELL - says he is well - sick; when very
MIND - TOUCHED - aversion to be
MIND - DELUSIONS - injury - about to receive injury; is
MIND - SHRIEKING - touched, when
MIND - WEEPING - pains - with the
MIND - WEEPING - consolation - agg.
মার্কসলের শিশু নিষ্প্রভ প্রকৃতি হয় চটজলদি প্রশ্নের উত্তর দিতে পারে না ডা. কেন্ট বলেছেন, চারদিকে তাকায় চিন্তা করে এবং অবশেষে ব্যাপারটি বুঝতে পারে এক কথায় হ্যা বা না বলে উত্তর দেয় ধীরে ধীরে কথা বলে প্রশ্নের ভুল উত্তর দেয় অথবা উত্তর দিতে অনীহা বোধ করে সবকিছুই ধীরগতি প্রাপ্ত হয়
MIND - DULLNESS - children, in
MIND - ANSWERING - slowly
MIND - ANSWERING - reflecting long
MIND - ANSWERING - monosyllables; in
MIND - ANSWERING - incorrectly
MIND - ANSWERING - aversion to answer
MIND - SPEECH - slow
MIND - SLOWNESS

মন্তব্যসমূহ