Obesity gain due to Insulin
ইনসুলিনের কারনে ওজন বাড়েঃ
ইনসুলিন টাইপ-১ এবং টাইপ-২ এই দুই ধরনের ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজ কমানোর জন্য প্রেসক্রাইব করা হয় বা নিতে বলা হয়। যদিও প্রায় সব চিকিৎসকেরাই জানেন যে ইনসুলিন দিলে রোগীদের ওজন বৃদ্ধি পায় এবং এটা ইনসুলিনের একটি বড় পার্শ্বপ্রতিক্রিয়া। রক্তের ইনসুলিন বেড়ে গেলে যে সরাসরি ওজন বৃদ্ধি পায় তার অনেক শক্তিশালী প্রমাণ আছে।
ইনসুলিনোমা নামে একটি কদাচিৎ (রেয়ার) টিউমার আছে যেখানে খুবই উচ্চমাত্রায় ইনসুলিন নিঃসৃত হয়। এ ধরনের রোগীদের রক্তের গ্লুকোজ ক্রমাগত কমতে থাকে এবং ধারাবাহিকভাবে তাদের ওজন বৃদ্ধি পেতে থাকে। সার্জারির মা্ধ্যমে যখন এই ইনসুলিনোমা টিউমারটি সরানো হয় তখন দেখা যায় রোগীর ওজন কমে যাচ্ছে।
একইভাবে sulfonylurea নামে ডায়াবেটিসের ঔষধ রোগীদের শরীরে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে।
টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে Thiazolidinedione (TZD) যা কিনা শরীরের ইনসুলিন বৃদ্ধি করে না কিন্তু তারা ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ফলাফল কি দাড়ায়? এ ধরনের রোগীদের রক্তের গ্লুকোজ কমে আসে কিন্তু ওজন বৃদ্ধি হতে থাকে।
এক্ষেত্রে একটি ব্যতিক্রমী ঔষধ হচ্ছে মেটাফরমিন যারা রোগীর শরীরে ইনসুলিন বৃ্দ্ধি করে না। এই মেটাফরমিন জাতীয় ঔষধ লিভারে গ্লুকোনিওজেনেসিস ( নতুন গ্লুকোজ তৈরি প্রক্রিয়া) প্রক্রিয়া বন্ধ করে দেয় এবং ফলশ্রুতিতে রক্তে গ্লুকোজ কমে আসে। এটা সফল ভাবে টাইপ -২ ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে ওজন বেশি তাদের ক্ষেত্রে প্রেসক্রাইব বা দেওয়া হয় ।
সুতরাং রক্তের ইনসুলিন বেড়ে গেলে ওজন বৃদ্ধি পাবে এবং ইনসুলিন হ্রাস পেলে ওজন হ্রাস পাবে।
সুতরাং আমাদের ওজন বৃদ্ধি একটি হরমোনাল সমস্যা এবং এটি ক্যালরি যুক্ত খাবারের সমস্যা নয়।
সূত্র-ডায়াবেটিস কোড, ডা.জেসন ফাং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন